করোনার ব্রিফিংয়ে সাংবাদিকদের জন্য প্রশ্নোত্তর পর্ব বন্ধ ঘোষণা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

করোনার ব্রিফিংয়ে সাংবাদিকদের জন্য প্রশ্নোত্তর পর্ব বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : নভেল করোনাভাইরাস বাংলাদেশে শনাক্ত হওয়ার পর থেকেই প্রতিদিন সংবাদ সম্মেলন করে তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতদিন কর্মকর্তাগণের বক্তব্যদানের পরে সাংবাদিকদের জন্য থাকত প্রশ্নোত্তর পর্ব। আজ থেকে আর প্রশ্নোত্তর পর্ব থাকছে না। সংবাদ ব্রিফিং না বলে এটাকে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিন হিসেবে নামকরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এই তথ্যগুলো নিশ্চিত করেন। ব্রিফিং শুরু হওয়ার আগেই তিনি জানিয়ে দেন এই বিষয়গুলো। এ ছাড়া আগামীকাল থেকে এই স্বাস্থ্য বুলেটিন দুপুর আড়াইটাই শুরু হবে বলেও জানান তিনি।

প্রশ্নোত্তর আলোচনা পর্ব থাকবে না- জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘নীতি নির্ধারণী মহল এবং বিভিন্ন সংবাদ কর্মী ও আমাদের সহকর্মী সকলের সাথে আলোচনা করে আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি আমরা এটাকে মিডিয়া ব্রিফিং হিসেবে প্রচার না করে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিন হিসেবে প্রচার করব। আমরা এখানে প্রধান তথ্যগুলো বুলেটিনের মাধ্যমে শেয়ার করব। পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য দেব। আপনারা আমাদের যে সহকর্মী আছে তাদের সঙ্গে আলাপ করেও জানতে পারবেন।’

Comment here