নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পপুলার মেডিকেল কলেজ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার (৬০)। আক্রান্ত হওয়ার তিন সপ্তাহ পর আজ বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পপুলার গ্রুপের প্রতিষ্ঠাতা ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচির বাসিন্দা চিকিৎসক মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ছিলেন তাহেরা আক্তার। তার দাফন বনানী গোরস্থানে করা হতে পারে জানিয়েছে পপুলার গ্রুপের একটি সূত্র।
তাহেরা আক্তারের বাবার নাম মখলেসুর রহমান। তিনি একসময় বগুড়ার বিশিষ্ট ঠিকাদার ছিলেন। রাজধানীর বনানীতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তাহেরা আক্তার।
জানা গেছে, পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় প্রায় তিন সপ্তাহ আগে। প্রথমদিকে তাকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার হৃদরোগের সমস্যা দেখা। পরে গতকাল মঙ্গলবার এনজিওগ্রাম করানোর জন্য শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে আনা হয় তাহেরাকে। আজ তার মৃত্যু হয়।
পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া শাখার জনসংযোগ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেন।
Comment here