করোনায় মৃত দুজনই প্রবাসীদের দ্বারা সংক্রমিত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

করোনায় মৃত দুজনই প্রবাসীদের দ্বারা সংক্রমিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে যে দুজনের মৃত্যু হয়েছে, তারা প্রবাসীদের দ্বারা সংক্রমিত হয়েছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা মারা গেছেন তাদের দুজনেরই বয়স বেশি। তারা বিভিন্ন রকম অসুখে আক্রান্ত ছিলেন। বাইরে থেকে এসেই তাদেরকে আক্রান্ত করেছে এবং তারা মৃত্যুবরণ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই না একটি মৃত্যুও হোক বাংলাদেশে। তারপরও মৃত্যু হয়েছে। এটা যাতে সীমিত থাকে। আমরা এই যুদ্ধে জিততে চাই। আপনারা সহযোদ্ধা, আপনারা সাহায্য করবেন।’

করোনায় দেশে আরও চারজন আক্রান্ত হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আজ আরও চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছে আইইডিসিআর। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জন।’

তিনি বলেন, ‘দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৫০ জন এবং হোম কোয়ারেন্টিনে ১৪ হাজার আছেন। মার্চের শুরু থেকে যারা বিদেশ থেকে এসেছেন, আত্মগোপনে থাকলেও তাদের কোয়ারেন্টিনে রাখা হবে।’

করোনার চিকিৎসায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট প্রস্তুত করা হচ্ছে বলেও জানান জাহিদ মালেক। এ সময় বিয়েশাদীসহ ধর্মীয় ও সামাজিক জমায়েত বন্ধ রাখার আহ্বান জানান জাহিদ মালেক।

Comment here