করোনায় সাড়ে ৩ মাসে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন শনাক্তের হার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

করোনায় সাড়ে ৩ মাসে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক, দেশে সাড়ে তিন মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার সর্বনিম্ন। আজ বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় ১৪ দশমিক ৯৬ শতাংশের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ১৯ মে এর চেয়ে কম ১৪ দশমিক ৮১ শতাংশের করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৩২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত করার নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু কমেছে। এ পর্যন্ত দেশে ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জনের করোনা শনাক্ত হলো। এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৩৮৩ জন। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪২২টি নমুনা। এর আগের দিন ১৫ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৩৮টি নমুনা।

Comment here