করোনায় ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

করোনায় ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেনে ৮৪৫ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় গত এক দিনে মৃত ১৪ জনকে নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৪৭৬ জন। এ ছাড়া নতুন করে শনাক্ত ৮৪৫ জনকে নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ১১৭ জন। এ নিয়ে সুস্থ হলেন ৫ লাখ ৪ হাজার ১২০ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে পুরুষ ১০ ও নারী চারজন। বয়স বিবেচনায় তাদের মধ্যে চল্লিশোর্ধ ২, পঞ্চাশোর্ধ্ব ৪ ও ষাটোর্ধ্ব ৮ জন।

গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবে অ্যান্টিজেনসহ ১৬ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। আর তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় গত ১৪ জানুয়ারি। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ২৩ জানুয়ারি তা ৮ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

 

Comment here