করোনা থেকে রক্ষা পেতে মদ পান, ৩০০ ইরানির মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

করোনা থেকে রক্ষা পেতে মদ পান, ৩০০ ইরানির মৃত্যু

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মেথানল মেশানো ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল পানে ইরানের ৩০০ জনের বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এই মদের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন এক হাজারের বেশি ইরানি। এ ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইরনা জানায়, বিষাক্ত মেথানল মেশানো সেই অ্যালকোহল খেয়ে যন্ত্রণা, শ্বাসকষ্টে ভুগছেন অনেকে। তাদের মধ্যে ৫ বছর বয়সী এক শিশুও রয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল‘র তথ্যমতে, বাবা-মা ওই শিশুকে বিষাক্ত মদ পানে বাধ্য করেছিল।

আহওয়াজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের মুখপাত্র আলি এহসান জানান, মদ পানে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া যায় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের কারণে এই মৃত্যু হয়েছে।

ইরানি আইন অনুযায়ী, সেখানে মুসলিমদের জন্য মদ উৎপাদন, বিক্রি ও পান করা নিষিদ্ধ।

সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্সে’র পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে প্রকাশিত তথ্যমতে, আক্রান্তের দিক থেকে পিছিয়ে থাকলেও মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে ইরান। দেশটিতে এই ভাইরাসে ২ হাজার ২৩৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৪০৬ জন।

Comment here