করোনা পরীক্ষার ফি কমল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

করোনা পরীক্ষার ফি কমল

নিজস্ব প্রতিবেদক  : দেশে বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার ফি কমানো হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

নাসিমা সুলতানা বলেন, ‘বিদেশগামীদের সরকারি বা বেসরকারি যেকোনো ল্যাব থেকে পরীক্ষা করলে তিন হাজার টাকা লাগত। এখন তা কমিয়ে আড়াই হাজার করা হয়েছে। এ ছাড়া সাধারণ লোকজনের বেসরকারি ল্যাবে পরীক্ষা করাতে লাগত ৩ হাজার ৫০০ টাকা, তা কমিয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। আর বেসরকারিভাবে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করালে ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৩ হাজার ৭০০ টাকা করা হয়েছে। সরকারি পর্যায়ে পরীক্ষা করাতে গেলে আগের মতো ১০০ টাকাই লাগবে।’

অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, ‘ঈদ সামনে রেখে লোকজন এখন স্বাস্থ্যবিধি না মেনেই বাড়ি ছুটছে। তাই বাড়ি থেকে ফেরার পর করোনার কোনো উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করাতে হবে।’

 

Comment here