খাবার দিতে দেরি, নাতির লাঠির আঘাতে নানির মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

খাবার দিতে দেরি, নাতির লাঠির আঘাতে নানির মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় খাবার দিতে দেরি হওয়ায় নাতির লাঠির আঘাতে মালেকা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী স্থানীয় মহল্লার দুলু মণ্ডলের স্ত্রী।

এ ঘটনায় পুলিশ নাতি রাকিব হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে। তিনি কুষ্টিয়ার মানিক মিয়ার ছেলে ও পেশায় স্বর্ণ ব্যবসায়ী। নানার বাড়িতে তিনি বসবাস করতেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, শুক্রবার দুপুরে খাবার দিতে দেরি হওয়ায় নানি ও নাতির মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে নাতি লাঠি দিয়ে তার নানি মালেকা বেগমের মাথায় আঘাত করেন। এতে নানি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালেকাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং রাকিব হোসেনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সন্ধ্যায় নিহত মালেকা বেগমের স্বামী দুলু মণ্ডল বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Comment here