কর্মচারীসহ দুই নারী করোনায় আক্রান্ত, স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ময়মনসিংহসমগ্র বাংলা

কর্মচারীসহ দুই নারী করোনায় আক্রান্ত, স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

নিজস্ব প্রতিবেদক : শেরপুরে দুই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বাসিন্দা (৩২) এবং অপরজন জেলার শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী (৫০)।

এ ঘটনায় আজ রোববার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়। রাত ৯টার দিকে শেরপুরের সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আনওয়ারুর রউফ বলেন, ‘করোনা আক্রান্ত সন্দেহে শনিবার ওই দুই নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এরপর রোববার সকালে পরীক্ষার জন্য তা ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়। সন্ধ্যায় পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়। তাতে ওই দুই নারীর শরীরে করোনাভাইরাস পজিটিভ বলে নিশ্চিত হওয়া যায়। এরপর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে।’

এদিকে সদর উপজেলায় ওই গৃহবধূর বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। তবে ওই দুই নারী কীভাবে করোনায় আক্রান্ত হলেন, তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

Comment here