কারাগার থেকে মুক্তি পেলেন ইভ্যালি চেয়ারম্যান - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কারাগার থেকে মুক্তি পেলেন ইভ্যালি চেয়ারম্যান

গাজীপুর প্রতিনিধি : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।

আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন।

হালিমা খাতুন বলেন, গত বছরের ২১ সেপ্টেম্বর ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিনকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। তার হাজতি নং-২৪১৬/২১। মঙ্গলবার মুক্তির আদেশ কারাগারে পৌঁছায়। পরে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, ইভ্যালির চেয়ারম্যান ও নির্বাহী মোহাম্মদ রাসেলকে গেল বছরের ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। প্রতারণার অভিযোগে এর আগের দিন বুধবার রাতে শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক, যিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা।

 

Comment here