কাশ্মীরের স্বাধীনতা নিয়ে যা বললেন মোদি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে যা বললেন মোদি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর প্রথমবারের মতো সেখানে গেলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার সেখানে গিয়ে তিনি বলেন, ‘যেই নতুন জম্মু ও কাশ্মিরের জন্য আমরা দশকের পর দশক অপেক্ষা করছিলাম, তা আজ আমাদের সামনে।’

২০১৯ সালের আগস্টে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির মাধ্যমে জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন এবং বিশেষ মর্যাদা প্রত্যাহার করে রাজ্যটিকে কেন্দ্র শাসিত দুটি আলাদা অঞ্চল জম্মু ও কাশ্মীরে ভাগ করা হয়। সেসময় ভারত ও বিশ্বের অনেক সমালোচনা হয়েছিল। তবে সব উপেক্ষা করে নিজের অবস্থান অটল থাকে মোদি সরকার। সেই ধারা বাতিলের পর আজ বৃহস্পতিবার প্রথম সেখানে গেলেন মোদি।

মোদি বলেন, জম্মু ও কাশ্মির এখন স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে। কাশ্মীরের শ্রীনগরের বকশী স্টেডিয়ামে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আজ এখানে কোনো ৩৭০ ধারা নেই আর সেজন্য এখানকার তরুণদের প্রতিভার মূল্যায়ন হচ্ছে। তারা নতুন কাজের সুযোগ পাচ্ছে, সম্মান পাচ্ছে।’

নরেন্দ্র মোদি দাবি করেন, জম্মু ও কাশ্মির আজ উন্নতির নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। স্বাধীনভাবে শ্বাস নিতে পারছে। ৩৭০ ধারা বাতিলের কারণে এই স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে।

Comment here