কুড়িগ্রামে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কুড়িগ্রামে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।

শনিবার(২৯ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, ব্যারিস্টার রবিউল আলম সৈকত, স্বেচ্ছা সেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত কারামুক্তির দাবি করেন।

Comment here