কোনো শ্রমিক আক্রান্ত হলেই কারখানা লকডাউনের হুঁশিয়ারি এসপির - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

কোনো শ্রমিক আক্রান্ত হলেই কারখানা লকডাউনের হুঁশিয়ারি এসপির

গাজীপুর সদর প্রতিনিধি : কোনো শ্রমিক করোনায় আক্রান্ত হলে সেই পোশাক কারখানা সঙ্গে সঙ্গে লকডাউন করার হুঁশিয়ারি দিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার।

আজ রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে হ্যামস গার্মেন্টস পরিদর্শন শেষে এসব কথা বলেন এসপি।

সাংবাদিকদের উপস্থিতিতে গার্মেন্টস কর্তৃপক্ষকে এসপি বলেন, ‘শ্রমিকরা কারখানার বাইরে থাকুক আর ভেতরে থাকুক, কোনো শ্রমিক আক্রান্ত হলেই কারখানা কিন্তু লকডাউন হয়ে যাবে।’ এ সময় শ্রমিকদের উদ্দেশ করে সতর্ক থাকার আহ্বানও জানান শামসুন্নাহার।

এ সময় গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা সম্পর্কে গাজীপুরের এসপি বলেন, ‘বেশিরভাগ কারখানা শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছে। আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি, অনেক কারখানা বেতন দেয়নি। আমরা পুলিশের পক্ষ থেকে মালিকপক্ষের সাথে যোগাযোগ করে শ্রমিকদের বেতন পাওয়ার ব্যবস্থা করছি।’

শ্রমিক ছাঁটাইয়ের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামসুন্নাহার বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে, অনেক কারখানা কর্তৃপক্ষ আইডি কার্ড ফেরত নিয়ে শ্রমিকদের কারখানা থেকে বের করে দিচ্ছেন। আমরা মালিকদের অনুরোধ করে বলতে চাই, সরকারের দেওয়া প্রতিশ্রুতি তারা যেন অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করেন। কারণ, এ দুর্যোগ থেকে বের হয়ে আসার জন্য আমাদের সকলের দায়িত্বশীল আচরণ অনস্বীকার্য।’

এসপি আরও বলেন, ‘আমরা চাই ব্যবসায়ীরা ব্যবসা করে লাভবান হোক, শ্রমিকদের জীবন ও জীবিকা দুটোই চলুক। কারখানা চলবে, মানুষ চলবে, জীবিকাও চলবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দায়িত্বশীল আচরণ ও সততা থেকে আমাদের এ বিপর্যয় থেকে বেরিয়ে আসতে হবে।’

উল্লেখ্য, স্বাস্থ্যবিধি মানা ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করে সীমিত পরিসরে কারখানা খোলার সরকারি নির্দেশনার পর গতকাল শনিবার ও আজ রোববার গাজীপুরের প্রায় সব কারখানা খোলা হয়েছে। কোনো কারখানায় ৮০ ভাগ আবার কোনোটিতে ৪০ থেকে ৫০ভাগ শ্রমিক কাজে যোগ দিয়েছেন।

Comment here