‘ক্রাইম সিন’ তুলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

‘ক্রাইম সিন’ তুলে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে চারপাশে পুলিশি পাহারা রেখে ‘ক্রাইম সিন’ ফিতা তুলে নিয়েছে সিআইডি। পুলিশ কর্মকর্তারা জানান, গভীর রাতে ‘ক্রাইস সিন’ স্টিকার তুলে নেওয়া হয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী জানান, আজ মঙ্গলবার সকাল থেকে বিএনপিসহ সমমনা জোটগুলোর ডাকে তিন দিনের ‘সর্বাত্মক’ অবরোধ শুরু হয়েছে। অবরোধের পক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে থেমে থেমে মিছিল চলছে। কোথাও কোথাও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

এদিকে, নয়াপল্টনের প্রতিটি গলিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারায় রয়েছে। কার্যালয়র সামনের ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলও বন্ধ রাখা হয়েছে। ফলে কার্যত কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ। কার্যালয়ের সামনে ও আশপাশে সাধারণ মানুষকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পর রাতেই তারা কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে ফেলে। এরপর সকাল থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট হলুদ স্টিকার দিয়ে কার্যালয় বন্ধ করে দেয়। সিআইডির ক্রাইম সিন ইউনিট কার্যালয়ের সামনে থেকে ১০টি আলামত সংগ্রহ করে তা কেমিক্যাল ল্যাবরেটরিতে পাঠায়।

এ দিকে অবরোধের সমর্থনে রাজধানীর খিলগাঁও এলাকায় বিক্ষোভ করেছে ছাত্রদল। এ বিক্ষোভের নেতৃত্ব দেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। এতে অংশ নেন ছাত্রদলের সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির, আরিফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল আরিফ, আব্দুস সাত্তার পিয়াস, মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় নেতা হায়াত মাহমুদ জুয়েল, ইমরান নওশাদ, শাহেদ হাসান, ঢাকা মহানগর পূর্বের হুমায়ন কবির, সোহাগ ভূইয়া, ইফতেখার উদ্দিন ফয়সাল, কাজী ইকবাল হোসেন শিখর, আনোয়ার হোসেন বাপ্পি, আল আমিন, আব্দুর রাজীব মনিরুজ্জামান টিটু, রাফাত জামান গাফ্ফার প্রমুখ।

এছাড়া বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদকরা সকাল ৯টার দিকে অবরোধের সমর্থনে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের কাছ থেকে পল্টনের মোড় পর্যন্ত মিছিল করে। এতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. সাফি ইসলাম, শিপন বিশ্বাস, আসাদুজ্জামান রিংকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাকিব, শামিম শুভ, মহানগরী পূর্বের নাইম, বায়জিদ, দক্ষিণের রিয়াজ, শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম প্রমুখ। অবরোধের সমর্থনে রাজধানীর আগারগাঁওয়ে কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে মিছিল হয়েছে। এর আগে সকালে হাতিরঝিল এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল বের হয়। রাজধানীতে অবরোধের সমর্থনে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর নেতৃত্বে মিছিল বের হয়। গণফোরাম ও পিপলস পার্টির যৌথ উদ্যোগে অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে রাজধানীর বাড্ডায় মিছিল করেছে। রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ সংলগ্ন এলাকায় সকালে এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল ও ঢাকা মহানগর পর্বের সভাপতি সোলাইমান নেতৃত্বে দলটির নেতাকর্মীরা মিছিল করেছে।

Comment here