মির্জা আব্বাসের গ্রেপ্তারের বিষয়ে যা বললেন স্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মির্জা আব্বাসের গ্রেপ্তারের বিষয়ে যা বললেন স্ত্রী

রাজধানীর শাহজাহানপুরের পাশে শহীদবাগ মসজিদ গলি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তাদের গ্রেপ্তার করে।

মির্জা আব্বাসকে গ্রেপ্তারের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, ‘পুলিশ গতকালও এসেছিল, আজকে ৩টা থেকে তারা এ বাসায় অবস্থান করছিল। তারপর তারা আমার একজন স্টাফকে তুলে নিয়ে যায়। তার (মির্জা আব্বাস) আরেকটা বাড়ি আছে সে বাড়িতেও তারা গিয়েছিল। কিন্তু সেখানে খুঁজে না পেয়ে আরেকটা বাড়িতে গিয়েছে পরে সেখান থেকে তাকে (মির্জা আব্বাস) নিয়ে গেছে। আমি তার গ্রেপ্তারের আগে বা পরে তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘গত কয়দিন ধরে শাহজাহানপুর, শহীদবাগ এলাকাটা কয়দিন ধরে অবরুদ্ধ। আজকে দুপুর থেকেই এমন। কোন মামলায় নিয়েছে বলতে পারব না। আজকেও তো নতুন মামলা দিয়েছে। অনেকগুলো মামলা দিয়েছে। পুরোনো অনেকগুলো মামলা আছে যেগুলোতে জামিনে আছেন। টিভিতে দেখলাম গ্রেপ্তার দেখিয়েছে, আমি ওর (মির্জা আব্বাস) সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’

আফরোজা আব্বাস বলেন, ‘ওনার (মির্জা আব্বাস) সঙ্গে একবার কথা হয়েছে। তখন আমি জিজ্ঞাসা করলাম কোথায়? তারপর আর কথা হয়নি। আমাদের একটা গোডাউন আছে সেখানে গিয়ে ওকে (মির্জা আব্বাস) না পেয়ে কর্মচারীদের মারধর করেছে। তার আগে গতকাল সোমবার রাতে আমার দেবরের বাড়িতে গিয়ে একই কাজ করেছে। একেবারে ভেঙেচুরে প্রতিটি ফ্লোর তল্লাশি করে গেছে।’

Comment here