ক্ষমতা গ্রহণের কারণ জানাল মিয়ানমার সেনাবাহিনী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

ক্ষমতা গ্রহণের কারণ জানাল মিয়ানমার সেনাবাহিনী

অনলাইন ডেস্ক : মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের নেত্রী অং সান সু চি ও দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। আজ সোমবার ভোরে তাদের আটক করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, গত বছর নির্বাচনে কারচুপির কারণে ক্ষমতা গ্রহণ করেছেন তারা। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

ওই প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনী পরিচালিত টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও ভাষণে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিং অং হ্লাইংয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। ফলে আবার সামরিক শাসনের দিকে যাত্রা শুরু করল দেশটি।

গত বছর অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে মিয়ানমারের বেসামরিক সরকার ও প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার পর এসব ঘটনা ঘটল।

 

Comment here