খালেদা জিয়া রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেতে পারেন : হানিফ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

খালেদা জিয়া রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেতে পারেন : হানিফ

আন্দোলন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ আইনি প্রক্রিয়া। তবে আরেকটি পথ আছে খোলা আছে। রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমেও তিনি মুক্তি পেতে পারেন। এর বাইরে আর কোনো পথ খোলা নেই।’

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘স্বপ্ন ফাউন্ডেশন’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপির আন্দোলনের হুমকির জবাবে হানিফ বলেন, ‘আন্দোলন-সংগ্রামের হুমকি আওয়ামী লীগকে দিয়ে লাভ নেই। আওয়ামী লীগের জন্মই হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করে। সেই দলের বিরুদ্ধে আন্দোলনের হুমকি হাস্যকর।’

আলোচিত ওয়ান ইলেভেনের (১/১১) কুশীলবদের বিচারের দাবি জানিয়ে হানিফ বলেন, ‘ওয়ান ইলেভেন ছিল মাইনাস ওয়ান ফর্মুলা। শুধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার জন্যই বিএনপির সাথে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা ওয়ান ইলেভেন ঘটায়। পরে বিদেশি দোসরা যখন বুঝতে পারে বিএনপিকে দিয়ে আর হবে না, ঠিক তখনই একটি পাপেট সরকার তৈরির জন্য ড. মুহম্মদ ইউনুসকে নোবেল পুরস্কার দিয়ে সামনে নিয়ে আসা হয়।’

আওয়ামী লীগ নেতা হানিফ আরও বলেন, ‘ষড়যন্ত্র হচ্ছে একটির পর একটি। ষড়যন্ত্র মোকাবেলা করেই শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এ দেশের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।’

Comment here