খুনিদের বিচার না করে পুরস্কৃত করেছিলেন জিয়া: শেখ হাসিনা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

খুনিদের বিচার না করে পুরস্কৃত করেছিলেন জিয়া: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খুনিদের বিচার না করে পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান।’দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা হয়েছে। বলে ছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব, তা করে দিয়েছি। স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী ব্যবস্থা নিয়েছে বর্তমান সরকার।’

তিনি বলেন, ‘দেশের অবস্থা পরিবর্তন হয়েছে। সেই পরিকল্পনাই আমাদের ছিল। পায়ে হেঁটে ঢাকায় যেতে হতো। এখন দিনে দিনে যেতে পারেন, আসতে পারেন।’

বাংলাদেশে কেউ ভূমিহীন থাকবে না মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বাবার স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। তার মুখে এগুলো শুনে শুনে বড় হয়েছি। আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করছি।’

তিনি বলেন, ‘যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। তারপরও আমাদের অর্থনীতি ভালো অবস্থানে।’দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এর আগে শনিবার দুপুর ২টার দিকে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেন। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে রয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা কোটালীপাড়ার জনসভায় পৌঁছালে লাখো জনতা স্লোগানে স্লোগানে তাদের বরণ করে নেন। এ সময় প্রধানমন্ত্রী ও তার ছোট বোন হাত নেড়ে জনতার অভিনন্দনের জবাব দেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এতে জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Comment here