খুলনায় এক দিনে ৫১ জনের মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
Uncategorized

খুলনায় এক দিনে ৫১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে বিভাগে মোট শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৫৩০ জন।

এর আগে গত ৭ জুলাই খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়। খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, খুলনা বিভাগে মৃত ৫১ জনের মধ্যে রয়েছে-খুলনা জেলায় ২১ জন, কুষ্টিয়ায় ১০ জন, যশোরে ৬ জন,  ঝিনাইদহে ৩ জন, মাগুরায় ৩ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, নড়াইলে ৩ জন, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মৃত্যু হয়েছে।

এদিকে, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৩২। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮০৬ জন। এখন পর্যন্ত বিভাগে মোট শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৫৩০ জন। মোট সুস্থ হয়েছেন ৪৪ হাজার ১৮০ জন। গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনা শনাক্ত হয় এবং এখন পর্যন্ত খুলনা বিভাগে ১ হাজার ৪১৬ জনের মৃত্যু হয়েছে।

Comment here