গাজীপুরে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাকর্মীর মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

গাজীপুরে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাকর্মীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় সর্দি, জ্বর, কাশির উপসর্গ নিয়ে সেলিম (২৮) নামে এক চিকিৎসাকর্মীর মৃত্যু হয়েছে। ওই যুবক নারায়ণগঞ্জের একটি ফার্মেসিতে কাজ করতেন। তিনি কাপাসিয়া উপজেলার টক ইউনিয়নের উলুসারা গ্রামের সুরুজ্জামানের ছেলে।

গতকাল মঙ্গলবার রাত একটায় ওই যুবকের মৃত্যু হয়। পরীক্ষার জন্য মৃত ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২১ দিন আগে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি উপসর্গ নিয়ে ওই যুবক নারায়ণগঞ্জ থেকে গাজীপুরে বাড়িতে আসেন। হাসপাতালে চিকিৎসা নেননি তিনি। এরপর মঙ্গলবার রাত একটার দিকে তার মৃত্যু হয়।

ওই যুবকের দাফন করোনা আক্রান্ত রোগীর মতোই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী করা হবে বলেও জানান আব্দুস সালাম।

এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা বলেন, মৃত যুবক ও তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ৭২ ঘণ্টা পর রিপোর্ট আসলে বলা যাবে ওই এলাকা লকডাউন করা হবে কি না।

তবে এ মুহূর্তে মৃতের পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পাশাপাশি বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে পরিবারের সবাইকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে বলেও জানান ইসমত আরা।

Comment here