শনিবার ভোরে এই বিপণি বিতানের কাঁচাবাজার অংশে আগুন লাগার পর তা নেভাতে কাজ করছে অগ্নিনির্বাপক বাহিনীর ২০টির মতো ইউনিট।
কীভাবে এই অগ্নিকাণ্ডের সূচনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। দোকানিরা জানিয়েছেন, রাতে কেউ মার্কেটে থাকেন না, পুরো মার্কেট তালাবদ্ধ করে পাহারাদাররা ফটকে থাকেন।
টেলিভিশনের ছবিতে টিনশেডের কাঁচা বাজার ছাড়িয়ে লাগোয়া তিন তলা বিপণি বিতানের মধ্য থেকেও ধোঁয়া বের হতে দেখা গেছে। পাশের পাঁচ তলা ভবনেও ধোঁয়া দেখা যাচ্ছে।
দুই বছর আগে ২০১৭ সালে এই বিপণি বিতানটি অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। তারপর অনেকটাই নতুন করে এটি গড়ে তোলা হয়েছিল।
ডিএনসিসি মার্কেটে তিন তলা ভবনের পাশের কাঁচাবাজারে আমদানি করা খাদ্যপণ্য ও নানা রকম সুগন্ধীর দোকান রয়েছে।
Comment here