গ্যাসের দাম বেড়েছে সমন্বয় করতেই : কাদের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

গ্যাসের দাম বেড়েছে সমন্বয় করতেই : কাদের

গ্যাসের দাম সমন্বয় করতেই বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক বিফ্রিংয়ে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমানে মাসে ১ হাজার ৮ শত ৬০ কোটি টাকার লোকসান হচ্ছে। এখানে তাই সমন্বয়ের প্রয়োজন ছিল এবং সেটিই করা হয়েছে। আমি যতটুকু জেনেছি, এই সমন্বয়ের পরও সরকারকে ভর্তুকি দিতে হবে।’

মেট্রোরেলের কাজের অগ্রগতি নিয়ে মন্ত্রী বলেন, ‘কিছু সীমাবদ্ধতার মধ্য দিয়ে চলছে মেট্রোরেলের কাজ। কিছু দুর্ভোগ হচ্ছে।’

বিভিন্ন মন্ত্রণালয়ে পদ খালি আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ওসব মন্ত্রণালয়ে রদবদলের চেয়ে আকার বাড়ানোর প্রয়োজন। তবে তা সহসাই হচ্ছে না।

এ সময় জঙ্গিবাদ নিয়ে বিশ্বের কেউ স্বস্তিতে নেই বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘সরকার আতঙ্কিত নয়, তবে জঙ্গিবাদ নিয়ে সতর্ক আছে।’

রিফাত হত্যার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রিফাত হত্যায় জড়িত খুনিদের গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। বাকিরাও গ্রেপ্তার হবে। অপরাধীরা ক্ষমতাসীন দলের হলেও রেহাই পাবে না।’

দলে নতুন কর্মী সংগ্রহের ক্ষেত্রে সাম্প্রদায়িক বা অন্য দলের কেউ যাতে না থাকে, তা দলীয় এবং গোয়েন্দাদের মাধ্যমে খোঁজ নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।

Comment here