চট্টগ্রাম ব্যুরো : ঘুষের টাকাসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এক পরিদর্শককে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে সরকারি প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পলাশ কুমার দাশ ওই প্রতিষ্ঠানে কারখানা পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে মামলা করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম ১-এর উপসহকারী পরিচালক নুরুল ইসলাম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জিএ বেকারির মালিক মো. পাবেলের কাছ থেকে বৈধ পারিশ্রমিকের বাহিরে ‘শিল্প প্রতিষ্ঠান লাইসেন্স’ দেওয়ার নামে অতিরিক্ত ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন পলাশ কুমার। পাবেল তাকে ওই টাকা দেওয়ার পর দুদক কর্মকর্তারা তাকে টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।
দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় ১-এর উপপরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, একটি প্রতিষ্ঠান থেকে ঘুষ হিসেবে নেওয়া ১০ হাজার টাকাসহ পলাশ কুমার দাশকে আমরা হাতেনাতে গ্রেপ্তার করেছি। মামলার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Comment here