জুলকার নাইন , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে বাবা ও মেয়ে। সোমবার সকাল ১০টার দিকে জেলা শহরের উপর রাজারামপুর মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক হরিপুর নতুনপাড়া এলাকার ফার্মেসী ব্যবসায়ী মো. রাব্বানী ( ৪৫) ও তার মেয়ে মোসা. রশ্মি (৮)।
সড়ক দূর্ঘটনার পর ঘটনাস্থলে সদর মডেল থানা পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি- তদন্ত) মো. মিন্টু রহমান জানান, ঘটনার পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাকটিকে এলাকাবাসী আটক করলেও চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comment here