ছেলেরা যা পারেনি, মেয়েরা তা পেরেছে: প্রধানমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

ছেলেরা যা পারেনি, মেয়েরা তা পেরেছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ফুটবল খেলায় ছেলেরা যা করতে পারেনি, মেয়েরা তাই করে দেখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‌‘আমাদের ছেলেরা যা পারেনি, মেয়েরা তা পেরেছে। ছেলেরা শুনলে একটু রাগ করবে। রাগ করার কিছু নেই।’

আজ বুধবার সকালে সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সাফজয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ এবং কর্মকর্তাদের হাতে সম্মাননা হিসেবে ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। খেলার জগতে আসলেই আমার পরিবারের কথা মনে পড়ে। আমার দাদা ফুটবল খেলতেন, আমার বাবা ফুটবল খেলতেন। আমার দাদা ও আমার বাবা খেলায় প্রতিদ্বন্দ্বী ছিলেন। আমার ভাই শেখ কামাল ফুটবল খেলতেন। জামাল ফুটবল, ক্রিকেট খেলতেন। আমার বাসাটাই ছিল স্পোর্টস জগত। আমার পরিবারটা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত। আবাহনী ক্রীড়াচক্র যখন তৈরি করা হয় তখন আমরা সাধ্যমতো সহযোগিতা করেছিলাম।’

তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা যত খেলাধুলা ও সাহিত্য চর্চা করবে তাদের মধ্যে তত দেশপ্রেম গড়ে উঠবে। ’ এ সময় গত ১৪ বছরে ক্রীড়াঙ্গনে যথেষ্ট অর্জন আছে বলে জানান প্রধানমন্ত্রী।

বাচ্চাদের প্রতিদিন খেলাধুলার সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান। তিনি আরও বলেন, ‘যুদ্ধ জয় করেছি, খেলায়ও জিতব; এই মনোবল নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বক্তব্য রাখেন- বাংলাদেশ ফুটবল ক্লাবের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী স্মারক প্রদান করেন বাফুফের সভাপতি।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ উইমেনস টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সাফজয়ী খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর হাতে তাদের চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেন।

 

Comment here