জননেতা সফেদ আশফাক আকন্দ এর নির্দেশে গরিব ও অসহায় মানুষের মাঝে এান বিতারন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

জননেতা সফেদ আশফাক আকন্দ এর নির্দেশে গরিব ও অসহায় মানুষের মাঝে এান বিতারন

বাদশা আলী,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ  দিনাজপুরে ফুলবাড়ীতে করোনায় কর্মহীন হয়ে পড়ায় নিন্ম আয়ের মানুষের মাঝে  বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করেছেন দিনাজপুর -৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির, সাবেক সদস্য এবং ফুলবাড়ী – পার্বতীপুরের মাটি ও মানুষের নেতা জনাব, মোঃ সফেদ আশফাক আকন্দ( তুহিন)। তার নির্দেশে সাবেক সাধারন সম্পদক,বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ফুলবাড়ী পৌর শাখার মোঃআলাউল হোসেন  এবং যুবলীগ নেতা মোঃ আসলাম হোসেন এর তত্বাবধানে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় যুব সমাজ দারায়  প্রায় ৪০০অভিভুক্ত গরিব ও অসহায় পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতারন করেন।
৫ এপ্রিল (রবিবার) রাতের বেলা ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন  ১ নং সমশের নগর ও ৩নং পাঠকপাড়া ওয়াট থেকে খাদ্য সামগ্রী বিতরন  শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাএলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, মোঃ মোহাম্মদ আলী শাহ্, মোঃ আল- আমিন বিশ্বাস, মোঃ বাদশা আলী প্রমুখ।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন আপনার সকলে বাড়িতে থাকুন, প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে কেউ যাবেন না, দুরত্ব বজায় রেখে চলাফেরা  করবেন, বার বার সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে  ভালো ভাবে হাত ধুবেন।
তিনি  বলেন যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশ মোতাবেক পার্বতীপুর ফুলবাড়ি জনগনের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।তিনি আরো বলেন যে করোনা ভাইরাসকে ভয় না করে, গুজোব না ছড়িয়ে  বিশ্ব বিপার্যের এই দিনে রাষ্ট্রীয় সকল নির্দশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

Comment here