হুসেইন মুহম্মদ এরশাদ উত্তরবঙ্গের অবহেলিত মানুষের অবহেলা-বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার জন্য কাজ করেছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। আজ শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় মাঠে দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণের সময় তিনি একথা বলেন।
জিএম কাদের বলেন, ‘এরশাদ অবহেলিত উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অবহেলা বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার জন্য কাজ করেছেন। তিনি উন্নয়ন করেছেন এ এলাকার মানুষের জন্য। জাতীয় পার্টি আপনাদের পাশে আছে, থাকবে।’
এ সময় ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন জি এম কাদের। তিনি বলেন, ‘ক্ষমতাসীন সরকার ডেঙ্গু মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমি দেখি ঢাকার মানুষ আতঙ্কিত। মশা দেখলেই ভয় পাচ্ছে। কারণ জ্বর হলে ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গু হলে মানুষ মারা যাচ্ছে। এই আতঙ্কিত মানুষকে রক্ষা করার দায়িত্ব সরকারের।’
তিনি আরও বলেন, ‘আমরা অসহায় হয়ে থাকব আর প্রতিদিন ডেঙ্গু বাড়বে, আমরা কিছুই করতে পারব না— এটা হতে পারে না। এই মহামারি অবস্থা ঠেকাতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।’
জি এম কাদের বলেন, ‘আমরা এসেছি বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের জন্য এবং ত্রাণ কার্যক্রম কীভাবে চলছে এগুলো দেখার জন্য। বন্যা দুর্গত এলাকায় জনগণের দুঃখ, দুর্দশা লাঘবে সরকার কী পদক্ষেপ নিয়েছে বিরোধী দলীয় নেতা হিসেবে সেগুলো দেখার জন্য।’
কাদের বলেন, ‘বন্যা দুর্গতদের সহায়তায় স্থায়ী বন্দোবস্ত করা উচিত। যারা সব সময় বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সে সব এলাকা সার্ভে করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে হবে। যখনই যে এলাকায় বন্যা হবে সেই এলাকাকে বন্যার্ত দুর্গত এলাকা ঘোষণা করে এই তালিকা অনুযায়ী ত্রাণ সহায়তা পৌঁছে দিতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন- জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য (এমপি) পনির উদ্দিন আহমেদ ও সমাজ সেবক সফিকুল ইসলাম প্রমুখ।
Comment here