জ্বর হওয়ায় আরও চার ইতালিফেরত গাজীপুর থেকে ঢাকায় - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

জ্বর হওয়ায় আরও চার ইতালিফেরত গাজীপুর থেকে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : শরীরের তাপমাত্রা বেশি পাওয়ায় ‘অধিকতর পর্যবেক্ষণের জন্য’ আরও চার ইতালিফেরত প্রবাসীকে গাজীপুরের কোয়ারেনটাইন থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার রাতে গাজীপুর মহানগরের পূবাইলের ‘মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ থেকে তাদের ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে রোববার ওইখান থেকে জ্বর অনুভূত হওয়াও চারজনকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছিল।

গত ১৪ মার্চ রাতে ইতালি ফেরত ৪৮ জন প্রবাসীকে এই কেন্দ্রে কোয়ারেনটাইনে পাঠানো হয়। আটজনকে ঢাকায় পাঠানোয় সেখানে এখন ৪০ জন প্রবাসী পর্যবেক্ষণে আছেন।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, মেঘডুবি হাসপাতালে স্থাপিত কোয়ারেনটাইন ছাড়াও গাজীপুর সদর উপজেলায় তিনজন এবং শ্রীপুর ও কাপাসিয়া উপজেলায় একজন করে মোট পাঁচজন প্রবাসী ‘হোম-কোয়ারেনটাইন’-এ আছেন। তাদের নজরদারিতে রাখা হয়েছে।

গত রোববার বিকেলে ‘মেঘডুবি’ কোয়ারেনটাইনে না থাকার জন্য হাসপাতালটির কলাপসিবল গেইটের তালা ভেঙে বাইরে এসে বিক্ষোভ করেছিল ইতালি ফেরত প্রবাসীরা।

এদিকে সোমবার দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।এ নিয়ে মোট আটজন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হলেন।

Comment here