ঢাকাসমগ্র বাংলা

টঙ্গী রেলওয়ে জংশনের প্লাটফর্মে ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম (২৫) হত্যায় জড়িত সন্দেহে এক ছিনতাইকারী গ্রেপ্তার

আশিকুর রহমান : টঙ্গী রেলওয়ে জংশনের প্লাটফর্মে ছুরিকাঘাতে এলিট পেইন্টসের সেলস অফিসার রাকিবুল ইসলাম (২৫) হত্যায় জড়িত সন্দেহে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

শনিবার সন্ধ্যায় টঙ্গীর মরকুন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত ছিনতাইকারী সুজনকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুজন টঙ্গী রেলওয়ে এলাকার একজন কুখ্যাত ছিনতাইকারী। সুজনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।

জিএমপি’র টঙ্গী পূর্ব থানার কর্তব্যরত ডিউটি অফিসার উপ-পরিদর্শক এসআই আল-আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সুজনকে রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

নিহত রাকিবুল ইসলাম এলিট পেইেন্টের চট্রগ্রামের কর্পোরেট অফিসের সেলস অফিসার। রাকিবুল চট্রগ্রাম থেকে আন্ত:নগর সোনার বাংলা ট্রেনযোগে ঢাকায় যাওয়ার পথে টঙ্গী রেলওয়ে জংশনের ছিনতাইকারীর কবলে পড়ে নিহত হয়। রাকিবুলের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জে।

Comment here

Facebook Share