টাঙ্গাইলে মদ্যপানে ও বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

টাঙ্গাইলে মদ্যপানে ও বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত মদ্যপানে শ্যামপদ পাল (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর আরেক একজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকালে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্যামপদ পালের মৃত্যু হয়। নিহত শ্যামপদ পাল উপজেলার পোষ্টকামুরী পালপাড়ার গোপাল পালের ছেলে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার দুর্গাপূজার দশমীর রাতে শ্যামপদ পাল এবং মন্তোষ পাল অতিরিক্ত মদ্যপান করে। এতে অসুস্থ হয়ে পড়লে বুধবার তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকালে শ্যামপদ পালের মৃত্যু হয়। একই গ্রামের হিরেন পালের ছেলে মন্তোষ পালকে (৩০) হাসাতালের (আইসিও) নিবির পর্যবেক্ষন কেন্দ্রে রাখা হয়েছে।

কুমুদিনী হাসপাতালের নিবির পর্যবেক্ষন কেন্দ্রের ইনচার্জ ডাঃ দীপঙ্কর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপর দিকে টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙা বাজার তাজুল উলুম কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসানের বাড়ি রংপুর জেলায়।
জানা যায়, শুক্রবার সকালে মেহেদী হাসানসহ কয়েকজন ছাত্র ওই মাদ্রাসা সংলগ্ন মসজিদের সামনে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলার সময় ব্যাডমিন্টনের ফুল মসজিদের চালে আটকে পড়ে। মেহেদী ফুল আনতে মসজিদের চালে উঠলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হায়দারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মির্জাপুর থানার এসআই হাবিব বলেন, আইনী পক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Comment here