সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি : সারাদেশব্যাপী সরকারে নির্দেশনায় লকডাউন চলছে।। কিন্তু সরকার নির্দেশিত লকডাউন বিধি নিষেধ অমান্য করে সংঘবদ্ধভাবে ঘোরাফেরা করা ও দোকান খোলা রাখায় টাঙ্গাইলে ১৭ জনকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) সন্ধ্যার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এ টাঙ্গাইল র্যাব-১২ এর পক্ষ থেকে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
টাঙ্গাইল র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-৩) এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাইম মোহাম্মদ তালাত জানিয়েছেন,”অপরাধ দমনের পাশাপাশি টাঙ্গাইলে র্যাবের পক্ষ থেকে মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারনা চালিয়ে যাওয়া হচ্ছে।”
এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে র্যাবের পক্ষ থেকে আরো একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় লকডাউন অমান্য ও সামাজিক দূরত্ব বজায় না রেখে সংঘবদ্ধভাবে থাকায় ১০ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য যে, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানুর জামান ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।
Comment here