এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সংগঠনকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেলে জেলা যুবলীগের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল এর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য দেন, সহ-সভাপতি আব্দুস শহীদ বাবু, পবন প্রসাদ আগরওয়ালা, ইন্দ্রজিৎ গুহঠাকুরতা রিঙ্কু, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ঘোষ, দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার প্রমুখ।বর্ধিত সভায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়াও বর্ধিত সভায় সদর উপজেলা যুবলীগ পৌর যুবলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর।দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে যুবলীগ সবসময় কাজ করবেন বলে বক্তারা জানান। দুর্নীতির সাথে যুবলীগের নেতৃবৃন্দ সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
ঠাকুরগাঁও জেলা যুবলীগকে আরো শক্তিশালী করার জন্য বর্ধিত সভায় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয়া হয়। সেই সাথে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
Comment here