নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের মরণ থাবা এসে লেগেছে বাংলাদেশের গায়েও। দেশে ৪৮ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন পাঁচজন।
করোনাভাইরাস চিকিৎসায় রাজধানীর ১০টি হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
এসব হাসপাতালের নাম ও যোগাযোগের নম্বর নিচে দেওয়া হলো :
১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, মোবাইল নম্বর : ০১৮১৯২২০১৮০।
২. যাত্রাবাড়ীর সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল, মোবাইল নম্বর : ০১৭৭৭৭৭১৬২৫।
৩. সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, মোবাইল নম্বর : ০১৭০০০০০০০০, ০১৭১২২৯০১০০।
৪. কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, মোবাইল নম্বর : ০১৭২৬৩২১১৮৯।
৫. মিরপুর মেটারনিটি হাসপাতাল, টেলিফোন নম্বর : ০২৯০০২০১২।
৬. পুরান ঢাকার নয়াবাজারে অবস্থিত মহানগর জেনারেল হাসপাতাল, মোবাইল নম্বর : ০২৫৭৩৯০৮৬০, ০২৭৩৯০০৬৬।
৭. কমলাপুরে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল, টেলিফোন নম্বর : +৮৮০২৫৫০০৭৪২০।
৮. উত্তরার বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতাল, মোবাইল নম্বর : ০১৯৯৯৯৫৬২৯০।
৯. কেরানীগঞ্জে জিনজিরা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল।
১০. গুলশানের শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল।
এ ছাড়া করোনাভাইরাসে চিকিৎসা পেতে আইইডিসিআরের দুটি হটলাইনে যোগাযোগ করতে বলেছেন প্রতিষ্ঠানটির পরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা। নম্বর দুটি হলো, ০১৯৪৪৩৩৩২২২ ও ১০৬৫৫
Comment here