ঢাকা সিটি নির্বাচনে আ.লীগ প্রার্থী হারলেও ক্ষতি নেই : ওবায়দুল কাদের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

ঢাকা সিটি নির্বাচনে আ.লীগ প্রার্থী হারলেও ক্ষতি নেই : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হারলেও কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হারলেও তেমন কোনো ক্ষতি হবে না। এটা তো জাতীয় নির্বাচন নয় যে নির্দিষ্ট সংখ্যক আসন না পেলে সরকার গঠন করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচনে হার-জিত হতেই পারে।’

এ সময় বিতর্কিত কাউকেই ঢাকার দুটি সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে না বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মেয়র পদে ঢাকা উত্তরে ৯ জন ও দক্ষিণে ৭ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত কোনো পদেই কাউকে নিশ্চয়তা দেওয়া হয় নাই।’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তৃণমূলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের তৃণমূলের আন্দোলন সংগ্রামের কারণে তৎকালীন ওয়ান-ইলেভেনের সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। তা ছাড়া আওয়ামী লীগ তৃণমূলকে সব সময় গুরুত্ব দিয়ে থাকে। কারণ তৃণমূল আওয়ামী লীগের বড় শক্তি।’

নতুন বছরে মন্ত্রীসভায় পরিবর্তন আসতে পারে বলেও আভাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Comment here