তাপমাত্রা বাড়লেও তেঁতুলিয়ায় চলছে শৈত্যপ্রবাহের দাপট - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

তাপমাত্রা বাড়লেও তেঁতুলিয়ায় চলছে শৈত্যপ্রবাহের দাপট

কুয়াশা ভেদ ভোরে দেখা মিলেছে সূর্যের। সকালে সূর্যের আলো ছড়ালেও দেশের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। গত এক সপ্তাহ ধরে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।

আজ মঙ্গলবার সকাল ৯টায় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগে ভোর ৬টায় একই তাপমাত্রা রেকর্ড হয়েছে। সোমবার রেকর্ড হয়েছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানান।

লাগাতার শীতের কারণে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। কাজকর্ম কমে যাওয়ায় দিন কাটছে অভাব-অনটনের ভেতর। প্রয়োজন ছাড়া শহরের মানুষ ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষ শীত উপেক্ষা করেই কাজে যেতে বাধ্য হচ্ছেন।

এদিকে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ রয়েছে।

শীতের কারণে পাল্লা দিয়ে বেড়েছে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগ।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গতকালের চেয়ে আজ সামান্য তাপমাত্রা বেড়েছে। এখন তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এক সপ্তাহ ধরে এ অঞ্চলে মৃদু, মাঝারি ও দুইদিন তীব্র শৈত্যপ্রবাহ চলছে। সূর্যের দেখা মিললেও হিমশীতলের বাতাসের কারণে তীব্রশীত অনুভূত হচ্ছে।

Comment here