তাসকিন চাপে বিশ্বকাপ নিয়ে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
খেলাধুলা

তাসকিন চাপে বিশ্বকাপ নিয়ে

বিপিএলের শেষ মুহূর্তে গোড়ালির ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে যান তাসকিন আহমেদ। এজন্য দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়েও মিস করেছেন নিউজিল্যান্ড সিরিজ। প্রায় সোয়া দুই মাস পর ইনজুরি কাটিয়ে বোলিং শুরু করেছেন গত বৃহস্পতিবার থেকে।

আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ফেরার মিশন নিয়ে লড়ে যাচ্ছেন তাসকিন। তবে ফেরা নিয়ে খুব চাপে রয়েছেন তিনি।

আজ মঙ্গলবার বিশ্বকাপ নিয়ে তাসকিন বলেন, ‘চাপ তো সবসময় অনুভব করি। ভালো না করলেই সুযোগ পাব না। ফিট না থাকলে সুযোগ পাব না। তবে এটা একটু বেশি চাপের, কারণ বিশ্বকাপ তো আমার স্বপ্নের। এখানে ফিট না হলে সুযোগ পাব না।’

নিজের ফিটনেস নিয়েও কথা বলেন তাসকিন আহমেদ। জাতীয় দলের এ ডানহাতি বোলার বলেন, ‘কাল ম্যাচ হবে। এর আগে আমি ফুল রান-আপে তিনটা সেশন শেষ করেছি, কোনো সমস্যা হয়নি। যদিও একটু…মানে… আড়াই মাস পর খেলতে নামব। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমি ভালো অবস্থায় আছি।’

এর আগে গত বৃহস্পতিবার এই পেসার বলেন, ‘ফিটনেস টেস্টে পাশ করেছি এখন বোলিংও শুরু করলাম আজকে। ৩০টা বল করলাম শর্ট রান-আপে। আল্লাহ চাইলে ইনটেনসিটি সামনে আরও বাড়তে থাকবে। একদিন পর পর বোলিং করতে হবে। আশা করছি, সুপার লিগ থেকে খেলব। কতটুকু উন্নতি হচ্ছে সেটার ওপর নির্ভর করে কোনো ম্যাচ থেকে খেলব। আল্লাহ যা করবে ভালোর জন্য করবে, সেটাই আমার বিশ্বাস।’

Comment here