তিশার অপেশাদার আচরণের প্রতিবাদে রাজপথে সাংবাদিকরা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

তিশার অপেশাদার আচরণের প্রতিবাদে রাজপথে সাংবাদিকরা

সাংবাদিকদের বিরুদ্ধে অভিনেত্রী তানজিন তিশার অপেশাদার আচরণ ও বক্তব্যের প্রতিবাদে রাজপথে সমবেত হয়েছেন বিনোদন সাংবাদিকরা।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা।

কয়েকদিন ধরেই শোবিজের আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। মূলত গত ১৬ নভেম্বর তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পরই নাট্যাঙ্গন ও সোশ্যাল মিডিয়ায় নানা কথা চাউর হয়। অনেকেই বলছেন, ঘুমের ওষুধ খেয়ে নাকি আত্মহত্যার চেষ্টা করেছেন তিশা। তারপরই খবরের খোঁজে তৎপর হয়ে ওঠে গণমাধ্যম। সেদিন দুপুর পর্যন্ত সংবাদমাধ্যমের কাছে আড়ালেই ছিল তার অসুস্থতার মূল রহস্য। একপর্যায়ে বিকেলে বাসায় ফিরে দীর্ঘ এক পোস্টে তিনি এই ‘আত্মহত্যার চেষ্টা’কে ‘ভুল সংবাদ’ হিসেবে উল্লেখ করেন।

গত ১৭ নভেম্বর তানজিন তিশার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন তিশা। গতকাল সোমবার এ ঘটনা গড়ায় পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয় পর্যন্ত। সেখানে অভিনেত্রী চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তিশার এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার রাজপথে নামেন সাংবাদিকরা।

Comment here