তিশার হাতে গ্রেপ্তার মোশাররফ করিম - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

তিশার হাতে গ্রেপ্তার মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক : শিরোনাম দেখে আঁতকে ওঠার কারণ নেই। অভিনেত্রী তিশার হাতে মোশাররফ করিম গ্রেপ্তার হয়েছেন নাটকে, বাস্তবে নয়। বছরের শুরুটা তারা দু’জনই ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’ নাটকের মধ্য দিয়ে শুরু করেছেন।

সম্প্রতি উত্তরায় নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’ নির্মাণ করছেন পরিচালক মুরসালিন শুভ। আর এর চিত্রনাট্য লিখেছেন মুহম্মদ আবু রজীন।

নাটক প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘তিশা আর আমি একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছি। এর গল্পটি ভালো লেগেছে বলে এতে অভিনয় করলাম। দারুণ একটি কাজ হয়েছে। আশা করি, গল্পটি দর্শকদেরও ভালো লাগবে।’

‘গল্পটি অন্যরকম। তাই নতুন বছরের শুরুটা করলাম “আই অ্যাম আন্ডার অ্যারেস্ট” নাটক দিয়ে’ বললেন তিশা।

নির্মাতা মুরসালিন শুভ জানান, ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’ নাটকটি আসছে ভালোবাসা দিবসে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

Comment here