সিলেট প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে নিজের রাইফেল দিয়ে নিজের বুকেই গুলি করেছেন তপু দেবনাথ নামে এক পুলিশ সদস্য। গতকাল সোমবার সন্ধ্যায় ডিউটি চলাকালীন সময়ে থানার ছাদে গিয়ে গুলি করেন তিনি।
আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তপু দেবনাথের বাড়ি মৌলভীবাজারের জুড়ি উপজেলার কাশিনগর গ্রামে।
প্রেমে ব্যর্থ হয়ে তপু এমনটি করেছেন বলে জানিয়েছে তার এক নিকটাত্মীয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম মূসা জানান, আত্মহত্যা করতে চেয়েছিলেন তপু। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তিনি কী কারণে নিজের বুকে গুলি চালিয়েছেন তা তদন্ত করে জানা যাবে।
এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, তপু আত্মহত্যার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।
Comment here