থানায় বোমা বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা মেলেনি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

থানায় বোমা বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা মেলেনি

নিজস্ব প্রতিবেদক : পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। এ ঘটনায় দুটি মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে গতকাল পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনাটি জঙ্গি সংশ্লিষ্ট নয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়।

স্থানীয় একটি অপরাধীচক্র কোনো অপরাধ সংগঠনের চেষ্টা করছিল; এমন সংবাদ পেয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় নিয়ে আসার পর বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্তে আমরা যা পাচ্ছি এটা স্থানীয় আধিপত্য বিস্তার সংশ্লিষ্ট একটি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস (অপরাধ কর্মকাণ্ড)। জঙ্গির কোনো সংশ্লিষ্টতা আমরা এখনো পাইনি। তারা কেন, কাকে, কীভাবে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল; সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। এর বেশি কিছু পেলে আমরা পরবর্তীতে জানাবো।’

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের নাম শহীদুল। গত তিনদিন আগে তাকে একটি কালো মাইক্রোতে করে তুলে আনা হয়। এ ঘটনায় তার পরিবার একটি জিডি করেছে। র‌্যাবের কাছেও অভিযোগ করেছেন তারা। এ ব্যাপারে প্রশ্ন করা হলে আব্দুল বাতেন বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি। আমরা তাদের হাতেনাতে গ্রেপ্তার করেছি। যে বস্তুটি উদ্ধার করেছি (বোমা) সেটা আপনারা দেখেছেন। এর বাইরে যদি কোনো বিষয় থাকে সেটা আমরা তদন্ত করে দেখবো।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এখন যদি আপনি সব প্রশ্নের উত্তর চান তাহলে দেওয়া যাবে না। আবার অনেক কিছু আছে যা তদন্তের স্বার্থে আপনাকে বলাও যাবে না। আপনাকে বিস্তারিত সবকিছু খুলে বলার মতো আমার কাছে তথ্য নাই। এই সংক্রান্তে আমাদের এতটুকুই বলার আছে।’

উল্লেখ্য, পল্লবী থানায় গতকাল বুধবারের বিস্ফোরণের দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সাইট ইনটেলিজেন্স গ্রুপ পল্লবী থানায় বিস্ফোরণের দায় আইএস স্বীকার করেছে বলে রাতে তাদের ওয়েবসাইটে জানিয়েছে।

Comment here