নিজস্ব প্রতিবেদক : ভারতের রাজধানী দিল্লি থেকে ফিরে এলেন আটকে পড়া ১৩০ বাংলাদেশি। আজ মঙ্গলবার বিকেল ৫টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এম ডি মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে ১৩০ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরানো হয়। আজ বিকেল ৫টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবতরণ করে।’
করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশ তাদের আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করেছিল। বিভিন্ন কারণে ভারতে যাওয়া বহু বাংলাদেশি নাগরিক যে কারণে দেশটিতে আটকে পড়ে। ধাপে ধাপে তাদের দেশে ফেরানো হচ্ছে। এর আগে ৫৩৬ জনের বেশি নাগরিক দেশে ফেরেন।
Comment here