নিজস্ব প্রতিবেদক : সকাল ১০টা থেকে বৃষ্টি শুরু হয় চট্টগ্রামে। প্রায় দেড় ঘণ্টা অব্যাহত বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর নিম্নাঞ্চল। গত ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত।
অবশ্য, বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে পানি কমতে শুরু করে। জলাবদ্ধতার কারণে পানি মাড়িয়ে অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে ঈদের দিন চলাচল করতে হয় চকবাজার, প্রবর্তক মোড়, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বহদ্দারহাট, দুই নম্বর গেইট, খাতুনগঞ্জসহ অধিকাংশ নিম্নাঞ্চলের লোকজনকে।
আজ শুক্রবার ঈদের দিনে এমন ভোগান্তিতে খানিক বিরক্ত নগরীর মানুষ। বিশেষ করে যারা দোকান-পাট খুলেছেন তাদের সমস্যা বেশি। কেননা, দোকানপাটে পানি ঢুকে গেছে। নষ্ট হয়েছে কিছু পণ্য। অপরদিকে এলাকাগুলোর নিচতলা বাড়িতেও পানি ঢুকেছে।
সন্ধ্যার দিকে আবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন, পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল। এ ছাড়া মধ্যরাতে আবারও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।
 
            


 
                                 
                                 
                                
Comment here