নতুন আহ্বায়ক-সদস্য সচিবের নেতৃত্বেই স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

নতুন আহ্বায়ক-সদস্য সচিবের নেতৃত্বেই স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন না হওয়া পর্যন্ত আহ্বায়ক হিসেবে নির্মল গুহ ও সদস্য সচিব হিসেবে গাজী মেসবাউল হক সাচ্চু দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সভাপতির নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে অপসারণ করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলন না হওয়া পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে নির্মল গুহ ও সদস্য সচিব হিসেবে গাজী মেসবাউল হক সাচ্চু দায়িত্ব পালন করবেন। ’ads

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সম্পর্কে তিনি বলেন, ‘সম্মেলনের যে কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটি সম্মেলনের কাজ সমাপ্ত করবে। সেখানে যিনি আহ্বায়ক ও যিনি সদস্য সচিব তাদের নেতৃত্বেই এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলটির সাধারণ সম্পাদকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জেনারেল সেক্রেটারির ব্যাপারে কোনো অভিযোগের বিষয়ে আমি এই মুহূর্তে বলতে পারছি না। এটা আমাদের সভাপতির নির্দেশ। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব যিনি হয়েছেন, তিনিই সম্মেলনের দায়িত্ব পালন করবেন। সেটা স্বেচ্ছাসেবক লীগের জেনারেল সেক্রেটারিকে জানিয়ে দেওয়া হয়েছে।’

আওয়ামী লীগের ভেতরে শুদ্ধি অভিযান দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই শুদ্ধি অভিযান সারা দেশেই গ্রহণযোগ্য হয়েছে, প্রশংসিত হচ্ছে। আন্তর্জাতিক বিশ্বেও প্রশংসা পাচ্ছে। ’

অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের যেই জড়িত থাকুক, তাকে শাস্তি পেতে হবে বলেও জানান দলটির সাধারণ সম্পাদক।

এর আগে গত বুধবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় মোল্লা মো. আবু কাওছারকে। ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর আলোচনায় ছিলেন তিনি

এর একদিন পরেই বৃহস্পতিবার সাধারণ সম্পাদক পঙ্কজ নাথকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে সাংগঠনিক কার্যক্রম এবং আগামী সম্মেলনের প্রস্তুতির কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

Comment here