নাটোরের যন্ত্র চালিত মাড়াই কলে আখ মাড়াই বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

নাটোরের যন্ত্র চালিত মাড়াই কলে আখ মাড়াই বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সজিবুল ইসলাম হৃদয়, নিউজ ডেস্কঃ নাটোরের লালপুরে যন্ত্র চালিত মাড়াই কলে আখ মাড়াই বন্ধে-আখচাষী ও মাড়াইকল মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অাগষ্ট) সকাল ১১ টায় উপজেলার দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নর্থ বেঙ্গল সুগার মিলস্ প্রশাসনের অায়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসাহক আলী। এছাড়া উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, ওয়ালিয়া ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম সিদ্দিকী সহ আখ চাষি ও মাড়াই কল মালিক, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ।

উল্লেখ্য, উক্ত মতবিনিময় সভায় যন্ত্র চালিত মাড়াই কলে আখ মাড়াই বন্ধ করে অাগামী অাখ মাড়াই মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিলে অাখ সরবরাহ করার জন্য অাখ মাড়াই কল মালিক ও অাখচাষীদের প্রতি অাহবান করা হয়।

Comment here