নানা সমস্যায় জর্জরিত: বগুড়ার নামুজা ভান্ডারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

নানা সমস্যায় জর্জরিত: বগুড়ার নামুজা ভান্ডারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ নানা সমস্যায় জর্জরিত ভান্ডারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জানা যায়, বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের ০৫ নং ভান্ডারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ইংরেজী ১৯৪৩ সালে ৩০ শতাংশ জায়গা নিয়ে গ্রামের শিক্ষানুরাগী মরহুম শখাতুল্লার প্রচেষ্টায় স্থাপিত হয়। ৩০ মার্চ (শনিবার) বিদ্যালয়ের কর্মরত শিক্ষক সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল ওয়াহেদ জানান, বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী নিয়ে চলছে পাঠদান।

২০১১ সাল হইতে প্রধান শিক্ষক পদটি শুন্য থাকায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়। বর্তমান বিদ্যালয়ে ৬টি শিক্ষক থাকার কথা থাকলেও সেখানে শিক্ষক সংখ্যা ০৪ জন। ২০১৮ সালে বিদ্যালয় হইতে পিএসসি পরীক্ষায় ০৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তিনি আরোও জানান, বিদ্যালয়ে ০২ টি শিক্ষক, দপ্তরী কাম নৈশ্য প্রহরী, কাস রুম, নিরাপত্তা প্রাচীর, টিউবওয়েল, ওয়াস ব্লক নির্মাণ এবং প্রধান শিক্ষক স্থায়ী পদে নিয়োগ দেওয়াসহ উল্লেখিত কাজগুলি করা অতিব জরুরি হয়ে পড়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ সবুজ জানান, বিদ্যালয়ের সমস্যার বিষয়ে তিনি উর্দ্ধোতন কর্তৃপক্ষের নিকট বিভিন্ন ভাবে জানালেও অদ্যবধি পর্যন্ত কোন কাজ হয়নি। এছাড়াও বিদ্যালয়ের মাঠের পানি নিষ্কাশনের ব্যাবস্থা না থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও সমাবেশ করতে ব্যাহত হয়। উক্ত বিদ্যালয়ের সমস্যা নিরশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শুভ দৃষ্টি কামনা করেন শিক্ষানুরাগী সচেতন মহল।

Comment here