নাদিম খান : এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলে ব্ল্যাক ক্যাটরা। দ্বিতীয় ম্যাচে প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা পাল্লেকেলে বাংলাদেশ সময় রাত ৮ টায় ম্যাচ শুরু হয়। কুশাল মেন্ডিস ২৬, ফারনান্ড ৩৭, ডিকলা ৩৯, এবং শেষে উদানার ১৩ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান করে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের হয়ে ৩ টি উইকেট নেন রাঞ্চে এবং ২ টি করে উইকেট নেন সাউদি এবং কুজ্ঞেলেইজন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পরেন ব্ল্যাক ক্যাটরা। টম বুচ এবং গ্রান্দহোমের ১০৯ রানের জুটিতে জয়টা প্রায় নিশ্চিত করে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন স্যানান্ড জায়সুরিয়া এবং ১ টি করে উইকেট নেন উদানা এবং হাসারআঙ্গা।
৩ ম্যাচের ২ টি জিতে সিরিজ নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড। অপর দিকে শেষ ম্যাচের দিকে মুখিয়ে আছে দুই দল। নিউজিল্যান্ডের সামনে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার সুযোগ অপর দিকে শ্রীলঙ্কা শেষ ম্যাচ জিতে নিজেদের আর্তবিশ্বাস ফিরে পেতে চাইবে।
Comment here