নীলক্ষেতে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

নীলক্ষেতে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক : নীলক্ষেতের বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, নীলক্ষেত মোড় বাকুশা হকার্স মার্কেটে বইয়ের দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ও পরে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। এরপর আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তবে আগুনে ওই মার্কেটের অনেক দোকানের হাজার হাজার বই পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। অনেক ব্যবসায়ী আগুন থেকে রক্ষা করতে বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন।

 

Comment here