নৌযান চলাচলে নিষেধাজ্ঞা কাটল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

নৌযান চলাচলে নিষেধাজ্ঞা কাটল

নিজস্ব প্রতিবেদক : সব ধরনের নৌযান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ শুক্রবার সকাল থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুই ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আজ সকাল ৮টা থেকে এক ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।

ঘূর্ণিঝড় ইয়াসের কারণে গত মঙ্গলবার থেকে জারি করা হয় নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা। গত বুধবার ভারতের ওড়িশায় প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানে। এদিন ভোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছিল। প্রবল বাতাসে বড় ঢেউ ও তীব্র স্রোত সৃষ্টি হয় পদ্মাসহ বিভিন্ন নদীতে। অনেক এলাকায় বাঁধ ভেঙে জোয়ারের পানি প্লাবিত হয়।

 

Comment here