ন-পাড়া দাদাভাই সংঘের উদ্যোগে 2023 দুর্গোৎসবের থিমের শুভ সূচনা  - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

ন-পাড়া দাদাভাই সংঘের উদ্যোগে 2023 দুর্গোৎসবের থিমের শুভ সূচনা 

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা : 30 শে সেপ্টেম্বর, শনিবার , ঠিক সন্ধ্যা ছটায়, প্রগতি সংঘের মাঠে , সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে এই থিম পুজোর শুভ সূচনা হয়।, সারাদিন বৃষ্টির ফলে, পুজো উদ্যোক্তারা একটু ম্নাষ হয়ে পড়লেও, সন্ধ্যের পর তাদের মনে সাহস বাড়ে, কারণ আজকের এই অনুষ্ঠানটা ছিল, তিনটি বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে,,

একদিকে নওপাড়া দাদাভাই সঙ্গে থিম উদ্বোধন, আর চলচ্চিত্রে অভিনেতা নায়ক শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন এবং তার সাথে সাথে তাহার অভিনিত ,,,, দশম অবতার ,,,ছবির ও গানের রিলিজ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংসদ ও অধ্যাপক এবং পুজো কমিটির প্রধান উপদেষ্টা সৌগত রায়, বিধায়ক এবং পুজো কমিটির সভাপতি শ্রী তাপস রায়, উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার পৌরপ্রধান শ্রীমতি অপর্ণা মৌল্লিক, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, উপস্থিত বাংলাদেশের অভিনেত্রী জয়া হাসান ,এছাড়া উপস্থিত ছিলেন শ্রীকান্ত মেহেতা ,অনির্বাণ ভট্টাচার্য এবং থিম মেকার সৌরজিৎ ব্যানার্জি ও মুখ্য সংগঠন ,ন পাড়া দাদা ভাই সঙঘের, পরিচালক শ্রী অঞ্জন পাল মহাশয়, এছাড়াও বিভিন্ন এলাকার কাউন্সিলরগণ ও এলাকাবাসী। এবং উপস্থিত হয়েছেন ইন্দ্রানী দত্ত ড্যান্স গ্রুপ,

একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়, এরপর অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জন্মদিন পালন করেন এবং ছবি ও গানের শুভ সূচনা করেন,
[11:47 am, 01/10/2023] Samaresh Roy: কেক কাটার মধ্য দিয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন সুন্দর ভাবে পালন করলেন এবং তাকে উত্তরীয় পরিয়ে ও হাতে একটি সুন্দর স্মারক দিয়ে সম্মানিত করেন , এর সাথে সাথে সকল উপস্থিত অতিথিদের একইভাবে সম্মানিত করেন,

ন-পাড়া দাদাভাই সংঘ প্রতি বছরই কিছু না কিছু আলোড়ন সৃষ্টিকারী থিমের সৃষ্টি করেন, যা মানুষের ঢল নেমে আসে,।
এবারও তারা চেষ্টা করছেন এমন একটি থিম, আশা করছেন মানুষের মনে আনন্দ দেবে। এবং আলোড়ন সৃষ্টি করবে,

ন-পাড়া দাদাভাই সংঘের মুখ্য সংগঠক অঞ্জন পাল মহাশয় বলেন, আমরা গত বছর সিলিকনের প্রতিমা তৈরি করেছিলাম যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল এবং দর্শকদের ভিড় উপচে পড়েছিল আমরা আনন্দ দিতে পেরেছিলাম দর্শকদের, এবারও আমরা আশা করছি একই ভাবে দর্শক টানবে আমাদের এই থিমের মধ্য দিয়ে। আমরা যেভাবে এলাকাবাসীর কাছে সহানুভূতি এবং সহযোগীতা পেয়েছি ও পাচ্ছি, সবাই যেভাবে আমাদের সহযোগীতা করে চলেছেন আশা করছি আমরা আবার এগিয়ে যাব অন্যান্য পুজোকে ছাড়িয়ে।

এবং সম্মানে ভূষিত হব এইটুকু আশা রাখছি,

 

Comment here