মোঃ সুজন আলম (শ্রীপুর উপজেলা প্রতিনিধি): গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় গোসিংগা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রী-বার্ষিকি সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে ২৬ তারিখ বরমি ইউনিয়ন আওয়ামীলীগ, এবং ২৮ তারিখ মাওনা ইউনিয়নের ত্রী-বার্ষিক সম্মেলন সফল বাবে অনুষ্টিত হয়,, প্রথম সম্মেলনে সাংসদ ইকবাল হোসেন সবুজ বলেন,, যদি কেউ পদ দেবার কথা বলে একটি টাকাও চায়। সে যদি আমার ভাই ও হয় তাকেই ছার দেয়া হবেনা গোসিংগা ইউনিয়নের উক্ত জনসভায়।
উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩.আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এম,পি। এবং শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি। শ্রীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম প্রধান। গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আনিছুর রহমান। সহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রী বৃন্দ। জনসভার কার্যকম শুরু করা হয়।
সকাল ১০.৩০ মিনিটে কিছুখনের মধ্যে। উপজেলার সকল স্থান থেকে নেতা কর্মী আসা শুরু হয় প্রার্থীরা ও তাদের লোক জন নিয়ে আসতে শুরু করে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে। গাজীপুর তিন আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ বলেন।
সন্ত্রাস, চাদাবাজ,মাদকের সাথে জরিত কোনো লোক আমার প্রীয় হতে পারেনা পারবেনা। তৃনমূল কর্মীদের উদ্দেশ্য বলেন। গরিব দুঃখি মানুষের সাথে ক্ষমতা দেখিয়ে প্রবিন আওয়ামীলীগের কর্মীদের সাথে বেয়াদবি করে কৃষক, শ্রমিক, রিক্সা ওয়ালা ভাইদের সাথে, কোনো দলিয় ক্ষমতা দেখিয়ে কথা বলা যাবেনা এসব করে কখনো আমার বা আওয়ামীলীগের প্রিয় হওয়া যাবেনা।তাই নিজে নম্র ভদ্রা হয়ে রাজনীতিতে আসলে ভবিষ্যৎ ভালো হবে তাই আগে মানুষকে ভালবাসতে শিখুন তবেই সবার প্রিয় হওয়া যাবে।
গোসিংগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থীরা বক্তব্যে বলেন। ইকবাল হোসেন সবুজ ভাই আওয়ামীলীগের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে তাদের হাতে নেত্রীত্ব দিয়ে তৃণমূল আওয়ামীলীগ কে সুসংগঠিত করার সুযোগ করে দিবেন বলে তারা মনে করেন। সকলের বক্তৃতা শেষে জেলা উপজেলার সিনিয়র নেতাদের কে নিয়ে,একটি বৈঠকে বসেন। ইকবাল হোসেন সবুজ এম,পি দীর্ঘ সময় বৈঠকের পর। অনেক যাচাই বাচাই করে। সকলের মতামতের বিত্তিতে গোসিংগা ইউনিয়ন আওয়ামীলীগের বরকত উল্লাহ্ খোকা এবং সাইদুর রহমান শাহীন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
Comment here